ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

কমনওয়েলথ গেমসে খেলতে নারাজ কানাডা, স্কটল্যান্ড-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
কমনওয়েলথ গেমসে খেলতে নারাজ কানাডা, স্কটল্যান্ড-নিউজিল্যান্ড

নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসের মূল আসর যতই ঘনিয়ে আসছে ততই চাপের মুখে পড়ছে স্বাগতিক দেশ ভারত। নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধাদির ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ এনে এরই মধ্যে কানাডা ও স্কটল্যান্ডের অ্যাথলেটসরা সফর স্থগিত করেছে।

এবার এ তালিকায় যোগ হলো নিউজল্যান্ডও।

কানাডিয়ান কর্মকর্তারা এবিষয়টি মোকবেলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ভারত বিষয়টি নিয়ে খুবই উদাসিন।

কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি মাইকেল ফেননেল এ মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছেন। প্রতিযোগিতায় এভাবে বিভিন্ন দেশের সফর স্থগিত করার বিষষটি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

নয়াদিল্লিতে নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড তার দেশের অ্যাথলেটসদের ভারতে অবস্থানের বিষয়ে সিদ্ধান্তের ভার তাদের ওপরই ছেড়ে দিয়েছেন।

অ্যাথলেটস ভিলেজে প্রায় ৭০০০ হাজার অংশগ্রহণকারী অবস্থান করবেন। বৃহস্পতিবার এটা উন্মুক্ত করার কথা অথচ এখনো শেষ হয়নি কাজ। ৩ অক্টোবর শুরু হবে প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘন্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।