ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

হূলিগান ভয়ে দ.আফ্রিকান পুলিশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জুন ২৫, ২০১০

ঢাকা: দাঙ্গাবাজির জন্য বিশ্বে সুপরিচিত ইংলিশ ফুটবল সমর্থকরা। দেশ-বিদেশ সব জায়গাতেই ফুটবলগুন্ডাদের (হূলিগান) উৎপাত লেগেই থাকে।

দল হারলে হাঙ্গামা করবে। জিতলে উগ্র উচ্ছ্বাস।


শীর্ষ ১৬’তে জার্মানি-ইংল্যান্ড ম্যাচের আগে তাই হূলিগান সামলাতে তৎপর হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বাহিনী। জার্মান সমর্থকদেরও ধোয়া তুলসিপাতা মনে করছে না পুলিশ। ঝামেলা এড়াতে স্বাগতিকরা তাই অতিরিক্ত সতর্ক।


দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখোপাত্র ব্রিগেডিয়ার সালি ডি বিয়ার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন,“এ পর্যন্ত সবকিছুই ভালভাবে সামাল দেওয়া সম্ভব হয়েছে। দলগুলো এখন বাড়ি ফিরতে থাকবে। নিরাপত্তা বিষয়ে আসল সংগ্রাম এখান থেকেই শুরু। ”


হূলিগানদের সামাল দিতে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ম্যাচের আগেও নিরাপত্তা বাড়াতে হয়েছিলো বাফানা বাফানা পুলিশকে। আর এখন তো বড় বড় ম্যাচ। নকআউট পর্বের খেলা। হারলেই বিদায়। সমর্থকরা কিছুতেই প্রিয় দলের বিদায় চাইবে না। হতাশায় মুষড়ে পড়া পরাজিত দলের সমর্থকরা হয়তো ছুতা খুঁজবে গোলমাল বাঁধাতে। জার্মান-ইংল্যান্ড উচ্চগ্রামের ম্যাচকে ঘিরে তাই বাড়তি সতর্কতা।


নিরাপত্তা জোড়দার করার আরো একটি কারণ ফ্রি স্টেট স্টেডিয়ামে দর্শক ধারণের স্বল্পতা। ৪০ হাজার ৯১১ জন দর্শক এক সঙ্গে খেলা দেখতে পারবে। দূর-দুরান্ত থেকে আসা অনেক দর্শকই হয়তো খেলা দেখার সুযোগ পাবে না। বাইরে অপেক্ষায় থাকতে হবে। চোখ রাখতে হবে বড় পর্দায়। গোলমালের ভয়টা সেখানেই।


বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘন্টা, ২৫ জুন, ২০১০
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।