ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিশ্ব দাবায় বাংলাদেশের হার দিয়ে শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
বিশ্ব দাবায় বাংলাদেশের হার দিয়ে শুরু

ঢাকা: বিশ্ব দাবা অলিম্পিয়াডে হার দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার রাশিয়ার কান্তি-মানসিস্ক শহরে পুরুষ দল বুলগেরিয়ার কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হেরেছে।



দাবা ফেডারেশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ওপেন বিভাগে পুরুষ দলের পে ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল (রেটিং-২৩৬১) গ্র্যান্ড মাস্টার কিরিল গিয়র্গিয়েভের (রেটিং-২৬৮৫) সঙ্গে ড্র করেন। অন্য তিনটি খেলায় ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর (রেটিং-২৩৬৮) গ্র্যান্ড মাস্টার ইভান চিপারিনভের (রেটিং-২৬৬১) কাছে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (২৩২২) গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার ডেলশেভের (রেটিং-২৬২৩) কাছে এবং দেবরাজ চ্যাটার্জী (রেটিং-২২৮৮) আন্তর্জাতিক মাস্টার কিপরিয়ান বারবাতভের (রেটিং-২৪৪১) কাছে হেরে যান।

অন্যদিকে মহিলা দল রাশিয়ার কাছে ০-৪ পয়েন্ট ব্যবধানে হেরেছে। মহিলা দলের শামীমা আক্তার লিজা (রেটিং-২১৬০) আন্তর্জাতিক মাস্টার নাডেজসদা কোসিন্টসেভার (রেটিং-২৫৬১) কাছে, শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৮৪) গ্র্যান্ড মাস্টার আলেক্সান্দ্রা কোস্টেনিকোর (রেটিং-২৫২৪) কাছে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯৮৬) আন্তর্জাতিক মাস্টার আলিসা গালিয়ামোভার (রেটিং-২৪৮২) কাছে এবং নাজরানা খান ইভা (রেটিং-২০০৯) মহিলা গ্র্যান্ড মাস্টার ভেলেন্টিনা গুনিনার (রেটিং-২৪৬৫) কাছে হেরে যান।

ওপেন বিভাগে ১৪৪টি দেশের ১৪৮টি এবং মহিলা বিভাগে ১১২টি দেশের ১১৪টি দল অংশগ্রহণ করছে। ১১ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে হচ্ছে খেলা।


বাংলাদেশ সময়: ২৩১৩ ঘন্টা, সেপ্টেম্বর ২২, ২০১০





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।