ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

শেষ চারে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
শেষ চারে বেঙ্গালুরু

জোহানেসবার্গ : মুম্বাই ইন্ডিয়ান্স বিদায় নিলেও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক লায়ন্সকে ৬ উইকেটে হারিয়ে শীর্ষ চারে জায়গা করে নেয় তারা।



হাইবেন্ড: ১৫৯/৬ (২০ ওভার)
রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬০/৪ (১৯ ওভার)
 
আলভিরো পিটারসেন ৪৫, নীল ম্যাকিঞ্জে ৩৯ ও ভন ভ্যানের ২৩ রান মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তোলে স্বাগতিক দল লায়ন্স।

জবাব দিতে নেমে বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায়। মনিশ পান্ডে ৪৪, রাহুল দ্রাবিড় ৩৩ এবং ভিরাট কোহলী হার না মানা ৪৯ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন ভিরাট কোহলী।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘন্টা, সেপ্টেম্বর ২২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।