ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

শিরোপার সুবাস রিয়ালে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১২
শিরোপার সুবাস রিয়ালে

মাদ্রিদ: লা লিগার শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছে রিয়াল মাদ্রিদ। আরসিডি এসপানিওলকে ৫-০ গোলে হারিয়ে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১০ পয়েন্টর ব্যবধানটা ধরে রেখেছে হোসে মরিনহোর দল।

এমন একটা অবস্থায় পৌঁছে গেছে রিয়াল যেখান থেকে শিরোপা হাতছাড়া হওয়ার প্রায় অসম্ভব ব্যাপার।

বার্নাব্যুতে রিয়ালকে প্রথমে এগিয়ে দেন উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো (২৩মি:)। এরপর ৩৮ মিনিটে স্বাগতিক শিবিরকে ২-০’তে পৌঁছেদেন জার্মান মিডফিল্ডার সামি খেদিরা।

বিরতির পর ৪৭ মিনিটে কাকার বানিয়ে দেওয়া বলে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন। হিগুয়েনকে দিয়ে গোল করানোর পর ব্রাজিল মিডফিল্ডারই ব্যবধান ৪-০ করেন। তবে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকেন হিগুয়েন (৭৮ মি:)। লিগে নিজের ১৬তম গোল করে রোনালদো ও মেসির পরের স্থানে আছেন হিগুয়েন । ৩০ গোল করে তালিকায় সবার ওপরে আছেন রোনালদো। মেসির করেছেন ২৮ গোল।

এ জয়ে ২৫ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তাদের থেকে ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইয়ংয়ের জোড়া গোলে অ্যালেক্স ফার্গুসনের দল ৩-১ গোলে হারায় টটেনহ্যাম হটস্পারকে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১২



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।