ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

সড়ক দুর্ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটার মরটোন নিহত

স্পোর্টস ডেস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১২
সড়ক দুর্ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটার মরটোন নিহত

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো: ওয়েস্ট ইন্ডিজের সাবেক টেস্ট ক্রিকেটার রুনাকো মরটোন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে এ দুর্ঘটনাটি ঘটে।



সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা যায়, ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তাঁর মৃত্যু হয়।
    
তাঁর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাবেক সতীর্থ ক্রিকেটার ক্রিস গেইল,‘আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সত্যিকার এক যোদ্ধাকে হারিয়েছি। তাঁর আত্মার শান্তি কামনা করি! আমাদের স্মৃতি গুলি অমর থাকবে! আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ’

আইপিএলের দল রাজস্থান রয়্যালস তাঁর মৃত্যুতে এক শোক বার্তায় জানিয়েছে,‘সড়ক দুর্ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রুনাকো মরটোনের মৃত্যু সংবাদে আমরা ব্যথিত। ’

ওয়েস্ট ইন্ডিজের এই ডানহাতি ব্যাটসম্যানের ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। জাতীয় দলের হয়ে ২০০৯ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন। ক্যারিবিয়দের পক্ষে ১৫ টেস্টে রান করেছেন ৫৭৩ এবং ৫৪টি একদিনের ম্যাচে তাঁর রান ১,৫১২।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১২




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad