ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্বি-শতক হাঁকালেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১২

ব্রিসবেন : আসলে দ্বি-শতক রান করেননি ক্রিস ব্রড। আইসিসির ম্যাচ রেফারি হিসেবে ব্রড একদিনের ক্রিকেটে ২০০ ম্যাচ দায়িত্ব পালন করেছেন।

ব্রিসবেনে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ফাইনাল ম্যাচটি পরিচালনার পর এই রেকর্ড গড়েনে তিনি।

ব্রড দ্বিতীয় ব্যক্তি যিনি এতগুলো ম্যাচে রেফারি হয়েছেন। এছাড়া শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালেও ২০০’র বেশি ম্যাচ পরিচালনা করেছেন।

৫৪ বছর বয়সী সাবেক ইংল্যান্ড দলের ওপেনারের ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয় ২০০৪ সালে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে। এরপর থেকেই আট বছর যাবৎ এই দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ সময় : ২১৪৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১২




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।