ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ফরিদপুরে খোন্দকার নুরু মিয়া গোল্ডকাপ শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

ফরিদপুর: ফরিদপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে খোন্দকার নূরু মিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

এতে অংশ নিচ্ছে স্বাগতিক ফরিদপুর, মেহেরপুর, খুলনা, শরীয়তপুর, নড়াইল, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, সাতক্ষিরা, গাজিপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, যশোর, মানিকগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদাহ এবং মাদারিপুর জেলা।



২০০৯ সালে প্রথমবার হয় এই ফুটবল প্রতিযোগিতা। দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে না আগেরবারের রানারসআপ ঢাকা জেলাসহ আরো তিনটি দল।

নক আউট পদ্ধতির এ খেলায় চ্যাম্পিয়ান দল পুরষ্কার হিসেবে পাবে সোনার কাপ, সঙ্গে নগদ পাঁচ লাখ টাকা। আর রানারআপ দল পাবে সিলভার কাপ, সঙ্গে দুই লাখ টাকা।

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খোন্দকার মোশাররাফ হোসেইন শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। প্রথম দিন বর্তমান চ্যাম্পিয়ন ফরিদপুর ও মেহেরপুর জেলা দলের মধ্যে হবে খেলা।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬১৮ঘন্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।