ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

এশিয়াকাপে ম্যানেজার মাসুম, ৬ মার্চ অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ৩, ২০১২
এশিয়াকাপে ম্যানেজার মাসুম, ৬ মার্চ অনুশীলন

ঢাকা: জাতীয় দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুমকে এশিয়া কাপের জন্যও রেখে দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)`র।

সোমবার বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ শনিবার মোবাইলফোনে বাংলানিউজকে বলেন,‘যেহেতু সময় কম, এশিয়া কাপে নতুন করে ম্যানেজার নিয়োগ দেওয়া কঠিন। সেজন্য মাসুমকেই ম্যানেজার রাখার ব্যাপারে একমত হয়েছি আমরা। ’

জাহিদ রাজ্জাক মাসুমকে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান সিরিজের জন্য জাতীয় দলের ম্যানেজার করা হয়েছিলো। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদের মৃত্যুতে স্থায়ী ভাবে ম্যানেজার নিয়োগ সম্ভব হয়নি বলে জানান সিরাজ।

এদিকে ৬ মার্চ থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হবে বলে জানান ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। ৫ মার্চ দল ঘোষণা করা হতে পারে। বিসিবি সভাপতি পাকিস্তান সফর শেষে ওই দিন দেশে ফিরে আসবেন। তার অনুমোদন নিয়ে দল প্রকাশ করা হবে। তার আগে রোববার প্রাথমিক একটি দল দেবেন নির্বাচকরা।

বিসিবির চুক্তিতে কতজন ক্রিকেটারকে রাখা হবে তা নিয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি বলে জানান সিরাজ।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১২


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad