ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

খেলা

সামার হিট ওপেনে চ্যাম্পিয়ন হেমায়েত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, মে ২২, ২০২২
সামার হিট ওপেনে চ্যাম্পিয়ন হেমায়েত

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘৮ম সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্ট-২০২২’ পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। এতে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাগেরহাটের হেমায়েত মোল্লা।

রোববার (২২ মে) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম হল রুমে ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাবের সঞ্চালনায় বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এদিকে নারী এককে জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার মাকসুদা ও আফসানা নাসরীন যৌথ চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্সআপ হয়েছেন সাবিনা আকতার। পুরুষ এককে রানার্সআপ মাসুদ রানা।

নারী ও পুরুষ মিলিয়ে দেশের বিভিন্ন জেলার ৬০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এ টুর্নামেন্ট। এ সময় ফেডারেশনের কার্যনির্বাহী সদস্যগণ, আম্পায়ার ও জাতীয় দলের খেলোয়াড়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২২, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।