ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পন্টিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পন্টিং
নয়াদিল্লি: আগামী মাসে ভারতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অংশগ্রহণকারী দেশগুলো। অথচ ভারত সফরে আসা অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, দেশটির নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট তিনি।
সাংবাদিকদের মঙ্গলবার তিনি জানান,“নিরাপত্তার বিষয়ে সফরের সময়ে আমাদের নিয়মিতই ব্রিফ দেওয়া হয়েছে। ”অসি নেতা পন্টিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেন,“নিরাপত্তার ব্যাপারে ভারতের প্রস্তুতিতে খুশি আমরা। ” নয়াদিল্লিতে ৩ থেকে ১৪ অক্টোবর বসবে কমনওয়েলথ গেমস। ওই সময়ে সন্ত্রাসী হামলার ব্যাপারে আশাঙ্কা প্রকাশ করেছেন তিনি। মাসব্যাপী সফরে ভারতের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ১ থেকে ৫ অক্টোবর মোহালিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয়টি হবে ব্যাঙ্গালুরুতে ৯ থেকে ১৩ অক্টোবর। আর ওয়ানডে ম্যাচ আরম্ভ হবে ১৭ অক্টোবর থেকে। বাংলাদেশ সময়: ২২২৬ ঘন্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।