ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

মাঠের বাইরে ফ্যাব্রিগাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
মাঠের বাইরে ফ্যাব্রিগাস

লন্ডন: উরুর পেশিতে চোট নিয়ে বিশ্রামে যেতে হচ্ছে ইংলিশ কাব আর্সেনালের অধিনায়ক সেস ফ্যাব্রিগাসকে। কাবের ওয়েব সাইটে লেখা হয়েছে হ্যামিস্ট্রিংয়ের চোট নিয়ে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে স্প্যানিশ মিডফিল্ডারকে।


এ মৌসুমে দারুণ খেলছে ফ্যাব্রিগাসের দল। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ মাতাচ্ছে তারা। ফ্যাব্রিগাস নিজেও খেলছেন দুর্দান্ত। শনিবার সান্ডারল্যান্ডের সঙ্গে খেলার সময় আঘাত পান ২৩ বছর বয়সী এই ফুটবলার।


অধিনায়কের অভাবটা ভোগাবে আর্সেনালকে। হয়তো তাকে বাইরে রেখেই প্রিমিয়ার লিগসহ চ্যাম্পিয়ন্সলিগের খেলায় একাদশ সজাতে হবে দলের কোচকে। কিন্তু চোট কাটিয়ে উঠলে আগামী ৩ অক্টোবরে চেলসির সঙ্গে খেলায় দলের নেতৃত্বে দিতে পারেন এই মিডফিল্ডার!

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘন্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad