ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ইংলিশ ক্রিকেটাররা ঘুষ নিয়েছে: ইজাজ বাট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
ইংলিশ ক্রিকেটাররা ঘুষ নিয়েছে: ইজাজ বাট

নয়াদিল্লি: উল্টো সুর শোনাচ্ছে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড সভাপতি ইজাজ বাট বলছেন গুঞ্জন শোনা যাচ্ছে বাজিকরদের কাছ থেকে টাকা খেয়ে ওয়ানডে ম্যাচ হেরেছে ইংলিশ ক্রিকেটাররা।



শুক্রবার ঘরের মাঠে পাকিস্তানের কাছে ২৩ রানে হেরে যায় ইংল্যান্ড। ওভালের ওই ম্যাচে পাকিস্তানের ২৪২ রান তাড়া করতে গিয়ে ১৭ রানে তুলতেই শেষ পাঁচটি উইকেট হারায় স্বাগতিকরা।

রোববার এ ব্যাপারে ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভিকে এক সাক্ষাৎকারে পিসিবি সভাপতি বলেন,“বাজিকরদের মধ্যে এবিষয়ে কথা বার্তা হয়েছে। কিছু ইংলিশ ক্রিকেটারকে ম্যাচে হারের জন্য টাকা দেওয়া হয়েছে। ” বলেন,“এতে অবাক হওয়ার কিছু নেই ইংলিশ সাইডই এখন পুরোপুরি ভেঙ্গে পড়েছে। ”

বাট জানান, পাকিস্তান আর পাকিস্তানের ক্রিকেটকে ঠকানোর ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করার হুমকি দিলেন তিনি।

এদিকে বাটের এমন মন্তব্যকে পুরোপুরি অযৌক্তিক ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এমনকি পিসিবি প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ ম্যাচ সিরিজের বাকি দুটি খেলা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই হবে।

বাংলাদেশ সময়: ১৩০৯ঘন্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad