ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বাংলাদেশের জালে জর্ডানের ছয় গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
বাংলাদেশের জালে জর্ডানের ছয় গোল

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শাহনাজ ইয়াসিনের হ্যাটট্রিকের সুবাদে জর্ডান ৬-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের।



কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করেও ধারাবাহিকতা দেখাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। শুরুর দিকেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন সাবিনা খাতুন।

খোলস ছেড়ে বেড়িয়ে আসতে অনেকটা সময় লাগে জর্ডানের মেয়েদের। অনেকটা ভাগ্যের জোরে প্রথম গোল পায় সফরকারী দল। খেলার ৩৫ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার সুরভি আক্তার প্রতিপক্ষের ফরোয়ার্ড বিথি শাহনাজকে বক্সের ভেতরে অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টি পায় জর্ডান। পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক আয়া আল মাজেলি।    

গোল পেয়ে দুর্বার হয়ে উঠে জর্ডানের মেয়েরা। একের পর নিশানায় বল পাঠিয়ে নাকাল করে তোলে বাংলাদেশের মেয়েদের। ৩৮ মিনিটে ব্যাবধান ২-১ এ নিয়ে যান শাহনাজ ইয়াসিন।   স্বাগতিক ৪ জন খেলোযাড়কে কাটিয়ে জালে বল পাঠান তিনি।

বিরতির পর চারটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। ৬৫ মিনিটে শাহনাজ ইয়াসিন নিজের দ্বিতীয় গোল তুলে নেন। ৩-১ গোলে এগিয়ে যায় জর্ডান।

সাথিয়া ওহাবি চতুর্থ গোল উপহার দেন দলকে। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে মায়সাম মোহসেন গোল ব্যবধান নিয়ে যান ৫-১ এ। অতিরিক্ত সময়ে শাহনাজ ইয়াসিন হ্যাটট্রিক পূর্ণ করেন।

বাংলাদেশ: সাবিনা আক্তার, খালেদা খাতুন, বেলী খাতুন, সুরভী আক্তার ইতি, রূপা আক্তার, মাহমুদা আক্তার অনন্যা, মাইনু মার্মা (অধিনায়ক), সাবিনা খাতুন, তাহমিনা আক্তার পুতুল, আসিয়া খাতুন বিথী ও মিরোনা।

জর্ডান: লামা আলী, সাথিয়া ওহাবি, মালাক ইব্রাহিম, লুনা রামি আমিন, শাহনাজ ইয়াসিন, সারা ইব্রাহিম, আয়া আল মাজেলি (অধিনায়ক), শারলট এমিলি, মায়সাম মোহসেন, জাইনেহ ইসমাইল ও হায়া মারওয়ান।    

বাংলাদেশ সময়: ২১১৪ ঘন্টা,  সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।