ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

মাঠের বাইরে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
মাঠের বাইরে মেসি

মাদ্রিদ: গোড়ালিতে চোট পাওয়ায় দুই ম্যাচের জন্য মাঠের বাইরে চলে গেলেন লিওনেল মেসি। সোমবার নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে বার্সেলোনা।



আশঙ্কা করা হচ্ছে অনেকটা সময়ের জন্য খেলার বাইরে থাকতে হবে আর্জেন্টাইন এই ফুটবলারকে।
বার্সায় জানায়, পরীক্ষার পর দেখা গেছে মেসির ডান পায়ের গোডালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মঙ্গলবার ঘরের মাঠে স্পোটিং গিজন ও শনিবার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে দুটি ম্যাচে খেলতে পারবেন না। তবে আশার বিষয় গোড়ালির হাড়ে কোন সমস্যা ধরা পড়েনি।
বার্সা আরো জানিয়েছে, আগমী ২৯ সেপ্টেম্বর রাশিয়ার রুবিন কাজানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও মেসির মাঠে নামা নির্ভর করবে তার চোট সেরে উঠার উপর।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘন্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।