ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

জিতেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
জিতেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায়

ডারবান: চ্যাম্পিয়ন্সলিগ টি-টোয়েন্টিতে রোববার জয় পেয়েও প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে শচীন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২ রানে হারিয়েছে তারা।

কিন্তু নেট রান রেটে পিছিয়ে পড়ায় টুর্নামেন্টে থেকে বিদায় নিশ্চিত হয় মুম্বাই ইন্ডিয়ান্সের।

মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংস: ১৬৫/৭ (ওভার ২০)
রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১৬৩/৫ (ওভার ২০)

টস জিতে ব্যাট করতে শুরুতেই বিপর্যয়ে পড়ে মুম্বাই। টেন্ডুলকার ১১, আম্বাতি রাইদু ৩ ও জেপি ডুমিনি ১০ রানে সাজঘরে ফেরেন। দলের রান তখন ৫১। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ানের ৪১ ও সৌরভ তিওয়ারির হার না মানা ৩৮ রানের সুবাদে লড়াইয়ের পূঁজি পায় মুম্বাই।

ডেল স্টেইন ২৬ রানে নেন তিন উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন প্রভীন কুমার, বিনয় কুমার ও জ্যাক ক্যালিস।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের ব্যাটে অনেকটা পথ এগিয়ে যায় ব্যাঙ্গালুরু। ৪১ রানে জুটি ভাঙ্গে। ক্যালিস ১৫ রানে ফিরে গেলেও দ্রাবিড় শেষ পর্যন্ত বড় ইনিংস খেলেছেন। অপরাজিত ৭১ রান আসে তার ব্যাট থেকে। ৮টি চারের মার দিয়ে ৫১ বলে নিজের ইনিংসটি সাজান দ্রাবিড়।  

জয়ের খুব কাছে গিয়েও টেন্ডুলকারের কাছে হেরে যান দ্রাবিড়। মাত্র ২ রান রানের আক্ষেপ পোড়ায় অনিল কুম্বলেদের।

দুটি উইকেট নেন ডোয়াইন ব্রাভো। আর একটি করে উইকেট নেন জহির খান ও হরভজন সিং।

ম্যাচে হারলেও নেট রান রেটের সুবাদে প্রতিযোগিতায় টিকে রইলো রয়্যাল চ্যালেঞ্জার্স। এখনও একটি ম্যাচ বাকি আছে তাদের।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুম্বাই ইন্ডিয়ান্সের ডোয়াইন ব্রাভো।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘন্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।