ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ফর্মে আছি তবুও বাদ: মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১০

করাচি: ইংল্যান্ড সফরে মনোনীত না হওয়ায় হতাশ হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান মিসবাহ উল হক। তাকে বাদ দিয়ে বৃহস্পতিবার ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও টেস্টের জন্য ১৭ জনের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



সফরে পাকিস্তান দু’টি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া ইংল্যান্ডের সঙ্গে চারটি টেস্ট ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পাশাপাশি পাঁচটি ওয়ানডেও খেলবে তারা।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে পাকিস্তান। ৫ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তাদের আনুষ্ঠানিক সফর।

মিসবাহ ছাড়াও দলে নেওয়া হয়নি সাবেক অধিনায়ক ইউনুস খান ও ফয়সাল ইকবালকে। তবে দলে ডাক পেয়েছেন উমর আমিন ও আজহার আলী।

মিসবাহ এএফপিকে বলেন,“আমি খুবই হতাশ। গত বছরও আমি বাদ পড়েছিলাম। এবারও দেখালাম স্কোয়াডে নেই। ”

তিনি আরো বলেন,“আমার গড় রান টেস্টে ৩৩ আর ওয়ানডেতে ৩৯। পাকিস্তান দলে অন্যদের সঙ্গে তুলনা করলে আমিই এগিয়ে। ”

পাকিস্তানের হয়ে ১৯টি টেস্ট, ৫৬টি ওয়ানডে এবং ২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিসবা উল হক।


বাংলাদেশ সময়: ২০০৩ ঘন্টা, ২৪ জুন, ২০১০
সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।