ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

অস্ট্রেলিয়া থেকে ফিরে যেতে হচ্ছে জোকোভিচকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
অস্ট্রেলিয়া থেকে ফিরে যেতে হচ্ছে জোকোভিচকে

অস্ট্রেলিয়া সরকারের করোনার কঠোর নীতির কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো নোভাক জোকোভিচকে। ইতোমধ্যে এই টেনিস তারকার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া।

 

বিশ্বের নাম্বার ওয়ান তারকা জোকোভিচকে মেলবোর্ন বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। এরপর সীমান্ত রক্ষী বাহিনী ঘোষণা দিয়েছে, জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের নিয়ম মানেননি।

এক প্রতিবেদনে জানানো হয়, জোকোভিচকে সরকারের তত্ত্বাবধানে একটি হোটেলে আবদ্ধ রাখা হয়। হোটেল থেকেই তাকে অস্ট্রেলিয়ার বাইরে পাঠিয়ে দেওয়া হবে।

মেলবোর্নে খেলতে হলে সবাইকে টিকা নিতে হবে। তবে কেউ ধর্মীয় বিশ্বাসগত কিংবা মেডিকেল সংশ্লিষ্ট কারণ দেখিয়ে তা এড়াতে পারবেন; এমন বিধির সুযোগ নিয়ে অস্ট্রেলিয়ার প্রবেশ করেছিলেন জোকোভিচ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, কেউ তার দেশের আইনের ঊর্ধ্বে নন। তাকে বলা হয়েছে, করোনাভাইরাসের টিকার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

জানা গেছে, জোকোভিচ অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন কিংবা আবারও ভিসার জন্য আবেদন করতে পারেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।