ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না দ.আফ্রিকা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

লন্ডন: ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সবচাইতে আলোচিত ঘটনার নাম পাকিস্তান। যাদের ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের নানা অভিযোগ।

এ অবস্থায় খবর রটেছে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী নয় দক্ষিণ আফ্রিকা। এমন খবর ছেপেছে বৃটেনের ডেইলী টেলিগ্রাফ।  

পত্রিকাটির রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে খেলতে আগ্রহ দেখাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার বয়োজেষ্ঠ্য ক্রিকেটাররা।

পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো হবে আবুধাবী ও দুবাইয়ে। পাঁচটি এক দিনের ম্যাচ, তিনটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি হওয়ার কথা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার এক সিনিয়র খেলোয়াড় টেলিগ্রাফকে বলেন,“পাকিস্তান ক্রিকেটের ভাগ্যে কি দুর্দশা অপেক্ষা করছে তা কেউই বলতে পারে না। এই মুহূর্তে তাদের বিপক্ষে (পাকিস্তান) এ ধরনের গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে যাওয়া, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো জায়গায়- মানে সমস্যাকে ডেকে আনা। ”

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।