ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

খুলনায় স্পেশাল অলিম্পিকসের আঞ্চলিক প্রতিযোগিতা শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

খুলনা: গ্রামীণফোন লিমিটেডের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে স্পেশাল অলিম্পিকসের পঞ্চম আঞ্চলিক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা রোববার খুলনা বিকেএসপিতে শুরু হয়েছে।

প্রথমদিনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে ১৪ জন প্রতিযোগী অংশ নেয়। ৭টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো-একুয়াটিকস, ব্যাডমিন্টন, বোচি, ফুটবল, টেবিল টেনিস এবং ক্রিকেট।

খুলনা ও বরিশাল বিভাগের প্রতিবন্ধীদের ১২ টি বিশেষ স্কুল ও প্রতিষ্ঠানের ১৫০জন ক্রীড়াবিদ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১০০ ঘন্টা, সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।