ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

অভিজ্ঞতার লক্ষ্যে খেলবে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
অভিজ্ঞতার লক্ষ্যে খেলবে বাংলাদেশের মেয়েরা

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ প্রথম পর্বের বাছাই প্রতিযোগিতায় অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নিয়েই সোমবার জর্ডানের বিপক্ষে মাঠে নামছে প্রথমবারের মতো অংশ নেওয়া স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্ট উপলক্ষ্যে রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে ম্যানেজার ফারহাত জেসমিন বলেন,“দল গঠন করতে আমাদের একেবারে শুরু থেকে এগোতে হয়েছে।

আমাদের খেলোয়াড়দের অনেকেই স্কুল পড়–য়া। অনেকেরই ফুটবলে মাত্র হাতে খড়ি। অতএব সাফল্যের আশা করি না। ”

এদিকে সোমবার থেকে প্রতিযোগিতা শুরু হলেও প্রধান কোচ গোলাম রব্বানী দলের সঙ্গে থাকছেন না। এএফসির কর্মশালায় অংশ নিতে শ্রীলঙ্কা গিয়েছেন। ফলে সহকারী কোচ মাহমুদ আলম টুর্নামেন্টে মূল দায়িত্ব পালন করবেন।

এক বছর আগেই টুর্নামেন্টের ঘোষণা থাকলেও মাত্র দেড় মাস আগে পুরাতন ও নতুন মেয়েদের নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। জাতীয় দলের পাঁচজন খেলোয়াড় দলে থাকলেও কোচ মাহমুদ আলম আশা দেখাতে পারছেন না। তিনি বলেন,“আশা করি আমাদের মেয়েরা ভালো খেলবে। ”

প্রতিপক্ষ ইরান, জর্ডান ও ভারত সম্পর্কে বাংলাদেশের অধিনায়ক মাইনু মার্মা বলেন,“আমরা খেলার সিডি দেখে প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। ”

এদিকে জর্ডান দলের লক্ষ্য সম্পর্কে ম্যানেজার মিস লিনা আল আব্দালাত বলেন,“টুর্নামেন্ট উপলক্ষ্যে আমাদের প্রস্তুতি দুই মাসের হলেও আত্মবিশ্বাস রয়েছে। সবগুলো ম্যাচ জিতেই আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব। ”

টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জর্ডান। স্বাগতিকদের সম্পর্কে ধারণা না থাকলেও ম্যাচ জয়ের স্বপ্ন দেখছেন কোচ মেহের আবু হান্তাস। বলেন,‘‘বাংলাদেশ দল সম্পর্কে ভালো জানা নেই। তবে আমরা পুরো তিন পয়েন্টের জন্যই খেলবো। ”

ইরানের ম্যানেজার রুবাইয়া জানিয়েছেন, এ তৃতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে খেলতে এসেছে আমারা। প্রস্তুতিও যথেষ্ট ভালো হয়েছে। চার মাসের অনুশীলন শেষে থাইল্যান্ডের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে ইরান। দুটিতে জিতেছে, হেরেছে একটিতে।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত। বাংলাদেশের প্রতিবেশি দেশের অনুশীলনও ভালো হয়েছে। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ভারত।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।