ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

আপাতত বিশ্রামে থাকছেন মুশফিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
আপাতত বিশ্রামে থাকছেন মুশফিকুর

ঢাকা: বড় কোন সমস্যা না হলেও আপাতত মাঠে নামতে পারছেন না জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। অন্তত এক সপ্তাহ ক্রিকেটের বাইরে থাকতে হবে তাকে।



এমআরআই রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা তেমনটাই মনে করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র চিকিৎসক দেবাশিস চৌধুরী রোববার বাংলানিউজকে জানিয়েছেন,“স্ক্যান রিপোর্টে দুই ধরণের চোটের কথা বলা হয়েছে। পুরনো চোট, যা বেশিরভাগ উইকেটরক্ষকের হয়ে থাকে। এবার ব্যথা পাওয়ায় হাড়ের জোড়ায় সাইনোভিয়ার ফুয়েড জমেছে। অতিরিক্ত ফুয়েড অপসারণের জন্যই কয়েক দিন বিশ্রামে থাকতে হবে। ”

তবে মুশফিকুর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারবে বলেই আশা করছেন চিকিৎসকরা। দেবাশিস বলেন,“মুশফিকের চলাফেরা দেখার পর আমার মনে হয়েছে সে খেলতে পারবে। ”
 
সিরিজে খেলার ব্যাপারে মুশফিকুরও আশাবাদী। আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ তিনি। রোববার সাইকিং করেছেন। শুধু হাতের এক্সারসাইজ করছেন না জাতীয় দলের এই ক্রিকেটার।

শুক্রবার অনুশীলনে ফিল্ডিংয়ের সময় মাটিতে পড়ে কাঁধে চোট পান মুশফিকুর। তাৎক্ষণিকভাবে ব্যথায় কেঁদে ফেলেন। অবশ্য প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।