ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

মহিলা কাবাডিতে চ্যাম্পিয়ন আনসার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
মহিলা কাবাডিতে চ্যাম্পিয়ন আনসার

ঢাকা: মিজান এডিবল অয়েল জাতীয় মহিলা কাবাডিতে শিরোপা জিতেছে আনসারের মেয়েরা। রোববার প্রতিযোগিতার ফাইনালে তারা বিজেএমসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।



রোববার ধানমন্ডির সুলতানা কামাল জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সেমিফাইনালসহ তিনটি ম্যাচ হয়। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার মুখোমুখি হয় মাগুরা জেলার। আনসার তিনটি লোনাসহ ৫১-১১ পয়েন্টে হারায় মাগুরা জেলাকে।

অন্য সেমিফাইনালে বিজেএমসি তিনটি লোনাসহ ৩৪-০৯ পয়েন্টে গাজীপুর জেলাকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে।

দিনের সর্বশেষ আকর্ষণ ফাইনালে আধিপত্য দেখায় আনসার। জাতীয় দলের তারকা খেলোয়াড় নিয়ে প্রতিপক্ষ বিজেএমসি একটি লোনাসহ ১৮-৭ পয়েন্টে হারায় তারা।

প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন আনসারের জাতীয় দলের খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা। ট্রফি ও পাঁচ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।