ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জুন ২৪, ২০১০

মুম্বাই: ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারকে সম্মাননা প্রদান করেছে ভারতীয় বিমান বাহিনী। তাঁকে দেওয়া হয়েছে সম্মাননা সূচক ‘গ্রুপ ক্যাপ্টেন’ পদ মর্যাদা।



জাতীয় ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃৃতির পাশাপাশি তরুণদের বিমান বাহিনীতে যোগদানে উৎসাহিত করতেই শচীনকে করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

বিমান বাহিনীর কাছ থেকে সম্মান পেয়ে খুশি ক্রিকেটে অন্যতম সেরা এই ব্যাটসম্যান। বলেন,“এটা খুব বড় একটা সম্মান। গতিশীল এই বাহিনীর সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি খুশি। চেষ্টা করবো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করতে। ”

বিমান বাহিনীর এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, ভারতের রাষ্ট্রপতির সম্মতিতে শচীনকে এই সম্মাননা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট প্রতিভা পাতিল এতে খুশি হয়েছেন বলে উল্লেখ করা হয়।

এর আগে সাবেক অধিনায়ক কপিল দেবকে ১৯৮৩ সালে লেফটেনেন্ট কর্নেল পদে সম্মানিত করেছিলো দেশটির সেনাবাহিনী।

টেস্টে ৪৭ এবং একদিনের ক্রিকেটে ৪৬টি শতক আছে শচীনের। সব মিলিয়ে দুই বিভাগেই সবচেয়ে বেশি রান তাঁর দখলে।


বাংলাদেশ সময়: ১৯৪২ ঘন্টা, ২৪ জুন, ২০১০
এসএফএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।