ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

নাইটক্লাবের ব্যবসায় ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
নাইটক্লাবের ব্যবসায় ওয়ার্ন

মেলবোর্ন: অস্ট্রেলিয়ার সাবেক স্পিন জাদুকর শেন ওয়ার্ন ব্যবসায় নামছেন। খবর বেরিয়েছে ফূর্তিবাজ ওয়ার্ন নাইটক্লাবের অংশিদার হচ্ছেন।

স্বদেশী সাবেক ফুটবলার ডার্মট ব্রেরেটন তার ব্যবসায়ী অংশিদার।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনি ছাড়াও ভারতে বিস্তৃত হবে তাদের ব্যবসা।  

রোববার মেলবোর্নের এইজ টুডে পত্রিকা জানায়, মেলবোর্নের কেন্দ্রীয় বানিজ্যিক এলাকায় (সিবিডি) ‘সিল্ক রোড’ নাইটক্লাবটির  অংশীদার হতে যাচ্ছেন ওয়ার্ন ও ব্রেরেটন। এজন্য তারা ৩.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ করবেন।

আগামী সপ্তাহেই এ বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

কাবের মালিক নিক জাম্পেলিস ৩০ শতাংশ শেয়ার বিক্রি করবেন ওয়ার্ন, ব্রেরেটন, প্রোপার্টি ডেভেলপার মার্ক কেজে ও ক্রাউন কেসিনোর সাবেক ম্যানেজার রবার্ট বোতাজ্জির কাছে।

অভিজাত এই ক্লাবটি কলিন্স স্ট্রিটের ঐতিহ্যবাহী সাবেক শেক্সপিয়ার হোটেল বিল্ডিংয়ে অবস্থিত। এর মধ্যে রয়েছে আটটি পানশালা। আর বেশ কিছু থিমড রেস্টুরেন্ট, যা প্রায় এক হাজার ক্রেতাকে সেবা দিতে পারে।

মেলবোর্নের সবচেয়ে ব্যয়বহুল ক্লাব সিল্ক রোড তারকা আর স্টকব্রোকারদেরও পছন্দের জায়গা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।