ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

সাংবাদিক লাঞ্চিতের প্রতিবাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

ঢাকা: সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র বিভিন্ন স্তরের কার্মকর্তাদের দ্বারা ক্রীড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান এবং হুমকিধামকিতে উদ্বেগ প্রকাশ করেছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলো।

বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামালের দৃষ্টি আকর্ষণের জন্য মঙ্গলবার তিন সংগঠন যৌথ বিবৃতিও দিয়েছে ।

বিশেষ করে যুগান্তরের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন পলাশের সঙ্গে কলাবাগান ক্রীড়াচক্রের কর্মকর্তা রিয়াজ বাবু অশোভন আচরণ করায় সংগঠনের নেতারা ওই বিবৃতি প্রদান করে।

বিবৃতিতে রিয়াজ বাবুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানান সংগঠনের নেতারা। ২২ ফেব্রুয়ারির মধ্যে বিষয়টির গ্রহণযোগ্য সমাধান হবে বলে আশা করেন তারা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।