ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন রাবি

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

রাজশাহী: চতুর্থ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযেগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে ৫৪ রানে হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এ নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।



টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৩৫ রান করে রাবি। জবাবে ১৭.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ৮১ রান করে ইসলামী বিশ্ববিদ্যালয় ।  

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ্, চতুর্থ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট গেমসের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক মীর শরীফ হাসান প্রমুখ।

প্রতিযোগিতায় দেশের ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad