ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

শেখ রাসেল মেমোরিয়াল দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
শেখ রাসেল মেমোরিয়াল দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঢাকা: রাজধানীতে শেখ রাসেল মেমোরিয়াল র‌্যাপিড দাবা টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মন্ত্রণালয়ের তরুণ কর্মকর্তাদের দাবায় অংশ নেওয়ার জন্য প্রশংসা করেন। তাদের এ খেলায় আরও উৎসাহিত করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ দাবা ফেডারেশনকে ধন্যবাদ জানান। আগামী দিনেও ফেডারেশনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।