ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে খুলনায় আঞ্চলিক প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

খুলনা: গ্রামীণফোন লিমিটেড স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের সহযোগিতায় বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য খুলনায় আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করছে।

কাল বিকেল ৩ টায় খুলনাস্থ বিকেএসপি  মাঠে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

স্থানীয় এক হোটেলে শনিবার ১৮ সেপ্টেম্বর ২০১০ এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

খুলনায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় ১২টি প্রতিষ্ঠানের ১৫০ জন ক্রীড়াবিদ অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এই প্রতিযোগিতার ল্য হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের একটি জাতীয় ট্যালেণ্টপুল গঠন করা এবং পরিচর্যার মাধ্যমে পরবর্তী স্পেশাল অলিম্পিকস এর জন্য প্রস্তুত করা ।

আগামী ২০১১ সালে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বৃহত্তম ক্রীড়া অনুষ্ঠান স্পেশাল অলিম্পিকস অনুষ্ঠিত হবে।

এর আগে ৪৭ সদস্যের বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস দল  স্পেশাল অলিম্পিকস সামার গেমস ২০০৭ এ অংশ নেয় এবং আসাধারণ কৃতিত্ব দেখিয়ে ৭১টি পদক জয় করে।

সংবাদ সম্মেলনে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফ উদ দৌলা এবং গ্রামীণফোনের খুলনা অঞ্চল প্রধান তালুকদার মো. তৌহিদুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘন্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।