ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

প্রেসিডেন্ট প্রাসাদে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
প্রেসিডেন্ট প্রাসাদে ম্যারাডোনা

বুয়েন্স আইরেস: নীরবতা ভাঙ্গলেন ম্যারাডোনা। অনেক দিন পর শুক্রবার দেখা করেছেন আর্জেন্টিনার সাবেক রাষ্ট্রপতি নেস্তোর কির্চনারের সঙ্গে।



৪৯ বছর বয়সী ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পরে দলের কোচ হয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন শিরোপার আশায়। অনেকটা পথ পাড়িও দিয়েছিলেন। হোঁচট খান কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে।

আর্জেন্টিনার রাষ্ট্রপতি প্রাসাদ লস ওলিভোসে কির্চনারের সঙ্গে দেখা করেন ম্যারাডোনা। ২০০৩ থেকে ২০০৭ সালে রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন কির্চনার। বর্তমানে তার স্ত্রী ক্রিস্টিনা হচ্ছেন দেশের রাষ্ট্রপতি।

এ বিষয়ে কির্চনারের মুখপাত্র হুয়ান ম্যানুয়েল আবাল বলেন,“ফুটবল ও ইতিহাস নিয়ে আলোচনা করেছেন দুজনে। এছাড়াও নানা বিষয়ে কথা হয়েছে। মূলত সৌজন্যমূলক সাক্ষাৎ ছিলো এটি। ”

জাতীয় দলের সাবেক কোচ ম্যারাডোনা কির্চনারকে একটি জ্যাকেট উপহার দেন।

১৮ মাস আর্জেন্টিনা ফুটবল দলের কোচের দায়িত্ব পালনের পর ম্যারাডোনা সর্বশেষ জনসম্মুখে এসে ছিলেন ২৮ জুলাই।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।