ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

কাঁধের পেশিতে চোট পেয়েছেন মুশফিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
কাঁধের পেশিতে চোট পেয়েছেন মুশফিকুর

ঢাকা: চিকিৎসকরা অভয় দিয়েছেন মুশফিকুর রহিমকে। কাঁধের হাড় বা হাড়ের জোড়া ক্ষতিগ্রস্ত হয়নি।

তবে কাঁধের পেশিতে চোট ধরা পড়েছে। বড় কিছু নয়। পেশির অনেকগুলো টিস্যুর মধ্য থেকে সামান্য কয়েকটি ছিড়ে গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন এমআরআইতে ক্ষতস্থান স্পষ্ট। এমআরআই রিপোর্ট দেবে রোববার। অবশ্য সেজন্য বসে নেই বিসিবি’র শৈল্যবিদ। মৌখিকভাবে বিস্তারিত জেনে নিয়ে জাতীয় দলের উইকেটরক্ষকের চিকিৎসা দিচ্ছেন।

দেবাশিস শনিবার বাংলানিউজকে জানিয়েছেন,“মুশফিকের কাঁধের পেশিতে সামান্য কিছু টিস্যু ছিড়েছে। তবে সেটা নতুন করে হয়েছে কি না এখনও জানা যায়নি। এতে ভয়ের কিছু নেই। খেলতে অসুবিধা হওয়ার কথা নয়। ”

শুক্রবার অনুশীলনে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান মুশফিকুর। পুরনো জায়গায় আঘাত লাগায় প্রথমদিন ব্যথাটা খুব বেশি অনুভূত হয়েছে উইকেটরক্ষকের কাছে। প্রাথমিক চিকিৎসার পর শনিবার অবস্থার উন্নতি হয়েছে বলে দেবাশিস জানিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শুরু হতে এখনও ১৫ দিনের মতো সময় আছে। এর মধ্যে পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘন্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।