ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

পাক ক্রিকেটারদের অস্পৃশ্য করে রেখেছে আইপিএল: মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২
পাক ক্রিকেটারদের অস্পৃশ্য করে রেখেছে আইপিএল: মিয়াঁদাদ

মুম্বাই: ২০০৯ সালের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হয়েছে। কিন্তু কার নিদের্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে কিছুই বলেননি মোদি।

কয়েকদিন আগের মোদির এই মন্তব্যকে দুর্ভাগ্য হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াঁদাদ।

আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের না খেলতে দেওয়াকে দ্বৈত নীতির সঙ্গে তুলনা করেছেন মিয়াঁদাদ। বলেন, ‘এটা খুবই দুঃখজনক এখনো পর্যন্ত পাকিস্তানি ক্রিকেটারদের অস্পৃশ্য হিসেবেই গণ্য করা হচ্ছে আইপিএলে। আমার প্রশ্ন, এর জন্য কে দায়ী ? এটা কি বিসিসিআই অথবা ভারত সরকারের সিদ্ধান্ত ? বিষয়টি পরিস্কার হওয়া দরকার। অন্যথায় ‘ব্লেম গেম’ চলতে থাকবে এবং বারবার বঞ্চিত হবে পাকিস্তানি ক্রিকেটাররা। ’

শুধু ক্রিকেটাররাই কেন বঞ্চিত হবে এমন প্রশ্ন রেখে মিয়াঁদাদ বলেন,‘আতিফ আসলাম ও বীনা মালিকসহ অনেকেই ভারতে পারফর্ম করছে। তবে আইপিএলে অংশগ্রহণেই কেবল বাধা কেন ? তাই বলে আমরা আইপিএলে খেলার জন্য ভিক্ষা প্রার্থনা করছি না। ’

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।