ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিমানের অবনমন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২
বিমানের অবনমন

ঢাকা: প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নেমে গেলো মাশরাফির দল বিমান ক্রিকেট। বৃহস্পতিবার প্লে-অফ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২৬ রানে হেরে অবনমন নিশ্চিত করে তারা।



বিকেএসপি মাঠে টসে জিতে ফিল্ডিং বেছে নেন বিমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। উদ্বেধনী জুটি ব্যর্থ হলেও আফতাব আহমেদ ও চন্দরপলের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৪২ রান সংগ্রহ করে ব্রাদার্স।

আফতাব সর্বোচ্চ ৮৪ রান করেন। চন্দরপলের ব্যাট থেকে আসে ৭২ রান। এছাড়া ধীমান ঘোষ ২৭ ও সোহেল আহমেদ অপরাজিত ২৬ রান করেন। ফরিদউদ্দিন মাসুদ তিনটি ও মাশরাফি নেন দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২১৬ রান করে বিমান বাংলাদেশ।   খালেদ লতিফ সর্বোচ্চ ৮৯ রানের ইনিংসটি খেলেন। এছাড়া জাভেদ ওমরের ব্যাট থেকে আসে ৬২ রান।

তুষার ইমরান তিনটি উইকেট নেন। এছাড়া সোহেল আহমেদ ও আল আমিন উভয়ে দুটি করে উইকেট পান।

সূর্যতরুণ শাস্তি হিসেবে আগেই প্রথম বিভাগে অবনমিত হওয়ায় পয়েন্ট তালিকার শেষ দুই দলের মধ্যে প্লে অফ ম্যাচ হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।