ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

খেলা

শেখ রাসেলকে রুখে দিল রহমতগঞ্জ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২
শেখ রাসেলকে রুখে দিল রহমতগঞ্জ

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রহমতগঞ্জ রুখে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। অমীমাংসিত ম্যাচে উভয় পক্ষই গোল করেছে একটি করে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে উভয় দল ভুল পাস ও ছন্দহীন খেলায় আক্রমণের তেমন সুযোগ তৈরি করতে পারেনি। অধিকাংশ সময়েই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে লড়ে যায় উভয় পক্ষ। ৩৬ মিনিটে রহমতগঞ্জের নাইজেরিয়ান ফরোয়ার্ড লাকি ডিভাইনকে বক্সে শেখ রাসেল ডিফেন্ডার আমিনুল ট্যাকল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুযোগ কাজে লাগিয়ে রহমতগঞ্জকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এনচে ফ্রান্সিস (১-০)।

গোল শোধে মরিয়া শেখ রাসেল প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি। ৪০ মিনিটে রাসেলের মরক্কান স্ট্রাইকার মরো মোহাম্মদের পোস্ট লক্ষ্য করে নেওয়া নিচু শট কর্নারের বিনিময়ে প্রতিহত করেন রহমতগঞ্জ গোলরক্ষক সুজন চৌধুরি।

বিশ্রামের পর কয়েকটি আক্রমণ হলেও ৮২ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলার দারুণ একটি প্রচেষ্টা নস্যাৎ করেন রহমতগঞ্জ গোলরক্ষক। তবে ৬ মিনিট পর বিপদ ঘনিয়ে আসে রহমতগঞ্জের। মরো মোহাম্মদের ব্যাক ভলিতে পোস্ট লক্ষ্য করে হেড নেন শেখ রাসেল রক্ষণভাগ খেলোয়াড় আমিনুল। তবে গোললাইনে দাঁড়ানো রহমতগঞ্জ ডিফেন্ডার মাইকেল দুম্বার হাতে লাগলে রেফারি পেনাল্টি দেন। স্পট কিক থেকে সহজ সুযোগ কাজে লাগান বুকোলা ১-১।

লিগে টানা দুই ম্যাচেই ড্র করলো শেখ রাসেল। আগের ম্যাচে তারা ফেনী সকারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে। অন্যদিকে রহমতগঞ্জ প্রথম ম্যাচে হেরেছে আবাহনীর বিপক্ষে।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।