ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

স্পট ফিক্সিং ঠেকাতে তৎপর বিসিবি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২
স্পট ফিক্সিং ঠেকাতে তৎপর বিসিবি!

ঢাকা: আত্মপ্রকাশের আগেই বিপিএলের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে তা মোছার একটা চেষ্টা হচ্ছে বৈকি। কিন্তু যে গতিতে হওয়ার প্রয়োজন তা নাও হতে পারে।

শেষে ফাঁকগলে বেরিয়ে যেতে পারেন স্পট ফিক্সিংয়ের কথিত প্রস্তাবক।

দুইদিন আগে ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার প্রস্তাব করেছিলেন বিপিএলের খেলায় স্পট ফিক্সিংয়ের অংশ নেওয়ার জন্য। অগ্রজদের ফাঁদে পা না দিয়ে মাশরাফি সততার পরিচয় দিয়েছেন দলের কর্মকর্তাদেরকে বিষয়টি অবহিত করে। ওই পথে পা বাড়ালে তিনি হয়তো অনেক অবৈধ অর্থ উপর্জন করতে পারতেন কিন্তু অশুভ চক্রের জালে আটকে পড়তেন।

ঘটনা প্রকাশ হয়ে যাওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিলও নড়েচড়ে বসেছে। গাজী আশরাফ হোসেন লিপু বাংলানিউজকে বলেন,‘আমরা প্রতিটি দলকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছি। পাশাপাশি একজন করে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া জন্য বলা হয়েছে। যাতে করে বাইরের কোন লোক ক্রিকেটারদের কাছে ভিড়তে না পারে। এছাড়া মাশরাফির সূত্র ধরে এগোনোর চেষ্টা করবে আইসিসির দুর্নীতিদমন বিভাগের কর্মকর্তারা (আকসু)। আকসুকে আমরা জানিয়েছি। অনেক সময় ঘটনা ঘটলেও তা প্রমাণ করা কঠিন হয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করবো। ’

লিপু জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিদমন বিভাগের একজন কর্মকর্তা এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন। বিসিবির নিরাপত্তা কর্মীরাও বিশেষ নজর রাখছে। সন্দেহভাজন কাউকে স্টেডিয়াম এলাকায় দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফ্রেঞ্চাইজি দলের বাকি অধিনায়করা এধরণের কোন প্রস্তাব পাননি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। খুলনার অধিনায়ক সাকিব যেমন বললেন,‘মাশরাফি ভাইয়ের ঘটনার পর বিষয়টি আলোচনায় এসেছে। আমাকে কেউ কোন প্রস্তাব করেনি। ’

জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম এ ধরণের ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন,‘আমাদের দেশে এই ঘটনা প্রথম নয়। আগেও অনেকে বিভিন্নভাবে প্রস্তাব পেয়েছেন। কিন্তু প্রত্যেকেই বিয়ষটি বোর্ডকে জানিয়েছেন। এখানে সততার প্রশ্ন। ’

শাহরিয়ার নাফিস মাশরাফির ঘটনাকে দেখছেন একটি দুর্ঘটনা হিসেবে। তিনি বলেন,‘এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। দুর্ঘটনা বলে কয়ে আসে না। মাশরাফি ভাইকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তার প্রভাব হয়তো বিপিএলে পড়বে না। আমার বিশ্বাস ক্রিকেটেরই জয় হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।