ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বিপিএলে মারকাটারি ক্রিকেটের অপেক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১২
বিপিএলে মারকাটারি ক্রিকেটের অপেক্ষা

ঢাকা: অনেক আলোচনা এবং সমালোচনার মধ্যেদিয়ে বিকাশ হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ছয় বিভাগের ফ্রেঞ্চাইজি দল নিয়ে খেলা মাঠে গড়াবে শুক্রবার থেকে।



মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে খেলবে বরিশাল বার্নাস এবং সিলেট রয়েলস। দিনের অপর খেলায় মুখোমুখি হবে চিটাগং কিংস এবং দুরন্ত রাজশাহী।

তার আগে অধিনায়করা প্রতিযোগিতায় তাদের দলের সম্ভাবনার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেন। বরিশাল বার্নাসের অধিনায়ক শাহরিয়ার নাফিসের দৃষ্টিতে,‘সবাই খেলার মধ্যে ছিলো। সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে যে কোন দলের ভালো করার সুযোগ থাকে। আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলা। ’

বরিশালের প্রতিপক্ষ সিলেট রয়্যালসের অধিনায়ক ইংলিশ ক্রিকেটার পিটার ট্রেগো। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলে এই অলরাউন্ডার কন্ডিশনে অভ্যস্ত হয়ে উঠেছেন। বিপিএল তার দল সিলেটকে নিয়ে বেশ আশাবাদি এই বিদেশি ক্রিকেটার,‘অধিনায়ক হিসেবে আমি নবিশ। তবে আমার ক্রিকেট অভিজ্ঞতা অনেক। তিনদিন হয় এক সঙ্গে অনুশীলন হয়েছে। তারপরেও খুব একট সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু সবাই প্রিমিয়ার লিগের খেলায় ছিলো। আশা করি কয়েকটি ম্যাচ গেলেই গুছিয়ে নেওয়া যাবে। ’

চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ বিয়াদ জানালেন,‘লিগে পারফরমেন্স করেছি। চেষ্টা করবো সেটা ধরে রেখে ভালো খেলার। কালকের ম্যাচে ভালো খেলার ব্যপারে আমরা আশাবাদি। ’

দুরন্ত রাজশাহীর অধিনায়ক মুশফিকুর রহিমও মনে করেন চেষ্টা করলে প্রতিযোগিতার শেষপর্যন্ত খেলা সম্ভব,‘আমাদের দলটি কাগজে হয়তো খুব একটা ভালো না। তবে নিজেদের দিনে সেরা ক্রিকেট খেলতে পারলে যে কোন কিছু হতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশিষ্ট্যই এমন বড় এবং ছোট দলের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। চট্টগ্রামের বিপক্ষে আমাদের খেলা। আশা করি ভালো কিছু দেখবে দর্শকরা। ’

১১ ফেব্রুয়ারি ঢাকা গ্ল্যাডিয়েটরস খেলবে খুলনা রয়েল বেঙ্গলসের বিপরীতে। ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মোহাম্মদ আশরাফুল। খুলনার অধিনায়ক সাকিব আল হাসান সেখানে ছিলেন। আব্দুর রাজ্জাক, নাসির হোসেনের মতো ক্রিকেটার তাদের দলে থাকলেও দলের বিদেশিরা বাতিলের তালিকায়। সনাথ জয়াসুরিয়া এবং শিবনারায়ন চন্দরপলকে নিয়ে তারা কতটা ভালো করতে পারবে সে প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব,‘কতটা কার্যকর হবে তারা এখন বলা মুশকিল। খেলার পরেই বলা যাবে। ’

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।