ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

পায়ের আঙ্গুল ভেঙ্গেছে ব্রেট লি’র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১২
পায়ের আঙ্গুল ভেঙ্গেছে ব্রেট লি’র

মেলবোর্ন: ত্রি-দেশীয় সিরিজে দেখা যাবেনা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লিকে। পায়ের একটি আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় দল থেকে ছিটকে পড়েছেন এই ডানহাতি।



আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে দলে ফেরার সম্ভাবনা নেই ৩৫ বছর বয়সী পেসারের। এছাড়া ১৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ সিরিজে তাকে নাও দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়া দলের চিকিৎসক ট্রেফর জেমস জানান, শুক্রবার টি-টোয়েন্টি ম্যাচে ধোনির একটি শট ঠেকাতে গিয়ে ডান পায়ের আঙ্গুলের চোট পান ব্রেট লি।

জেমস বলেন,‘পায়ে অনেক ব্যাথা নিয়েও তিনি সেদিন তার ওভার শেষ করেছিলেন। এক্স-রে রিপোর্টে ধরা পরে, তাঁর ডান পায়ের কেনি আঙ্গুল ভেঙ্গে গেছে। ’

তবে ব্রেট লির পরিবর্তে দলে নতুন খেলোয়ড় অন্তর্ভূক্ত করা হয়নি এখনও। রোববার ভারতের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচের পরই সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।