ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

আগের দূরত্বে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১২
আগের দূরত্বে রিয়াল-বার্সা

মাদ্রিদ: লা লিগায় গত সপ্তায় বার্সেলোনাকে সাত পয়েন্ট পেছনে ফেলে শীর্ষে পৌঁছে রিয়াল মাদ্রিদ। শনিবারে নিজ নিজ ম্যাচে জয় পাওয়ায় আগের ব্যবধানই থাকতে পেরেছে প্রতিদ্বন্দ্বী দল দুটি।

প্রতিযোগিতায় রিয়াল সোসিয়েদাদ’কে ২-১ ব্যবধানে হারায় বার্সা। অপরদিকে গেটাফের বিপক্ষে একমাত্র গোলে জয় পায় রিয়াল।

গত সপ্তায় ভিয়া রিয়ালের বিপক্ষে গোল শূণ্য ড্র করে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্ট পিছিয়ে যায় বার্সেলোনা। তাই বর্তমান চ্যাম্পিয়নরা শনিবার খেলতে নামে চাপ নিয়ে। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ে কয়েক ঘণ্টার জন্য হলেও ব্যবধান দাঁড়িয়েছিলো ১০ পয়েন্ট।

তাই লা লিগা প্রতিযোগিতায় আরেকবার পিছিয়ে পড়ার শঙ্কা নিয়ে মাঠে নামে টানা তিনবারের লিগ চ্যাম্পিয়নরা। তবে ক্যাম্প ন্যুতে ভারমুক্ত হতে বেশি দেরি হয়নি স্বাগতিক বার্সার। ৯ মিনিটে লিওনেল মেসির বানিয়ে দেওয়া বলে গোল করেন দলের নবাগত ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান তেলো। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক বার্সা।

বিরতির পর ৭২ মিনিটে দ্বিতীয়বারের মতো দলকে এগিয়ে দেন বার্সা তারকা মেসি। তাঁর এই গোলে ড্রর শঙ্কা কাটায় কোচ পেপ গার্দিওলার দল। তবে বার্সাকে বেশি সময় সুখে নিদ্রা যেতে দেয়নি সফরকারীরা। দ্বিতীয় গোল হজমের দুই মিনিট পরই এক গোল পরিশোধ করে সোসিয়েদাদ। শেষ পর্যন্ত সমস্ত শঙ্কা দূর করে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি, মেসিরা।

এদিকে লিগের অন্য ম্যাচে স্বাগতিক গেটাফের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ১৮ মিনিটে একমাত্র গোলটি করেন রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোস।

লা লিগায় ২১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে আছে রিয়াল মাদ্রিদ। সমান খেলায় দ্বিতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ৪৮।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।