ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

ক্যান্সার আক্রান্ত যুবরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১২
ক্যান্সার আক্রান্ত যুবরাজ

নয়া দিল্লি: ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। তার ফুসফুসে প্রথমে একটি টিউমার ধরা পরে।

শেষপর্যন্ত তা ক্যান্সারে রূপ নেয়। ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।

এনডিটিভি সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে চিকৎসারত যুবরাজকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। ফুসফুস ও হৃৎপিন্ডের মাঝে অবস্থিত টিউমারটি কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য।

বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ ২৬ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। ফেব্রুয়ারিতে তাঁর কেমোথেরাপি শুরু হয়েছে এবং তা চলবে মার্চ পর্যন্ত।

গত অক্টোবরে তাঁর শরীরে টিউমার ধরা পড়ে কিন্তু এটিকে তখন নন ম্যালিগ্যান্ট বলা হয়েছিলো। এখন টিউমারটিকে ম্যালিগ্যান্ট বলা হচ্ছে।

গত মাসে যুবরাজ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লেখেন, আমি সাইকিং কিংবদন্তী ল্যান্স আর্মস্ট্রং’র জীবনী গ্রন্থ পড়ছি। যিনি ক্যান্সারের বিপক্ষে যুদ্ধ করে জয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।