ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রিমিয়ার লিগের খেলা ফের মাঠে গড়াচ্ছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২
প্রিমিয়ার লিগের খেলা ফের মাঠে গড়াচ্ছে

ঢাকা: অনেক জল ঘোলা হওয়ার পর ফের মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা। সূর্যতরুণের অবনমন ঠিক রেখে খেলা হবে ১১ দলের মধ্যে।



মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপি ভেন্যুতে রোববার দশম রাউন্ডের তিনটি ম্যাচ হবে।

মিরপুরে খেলবে আবাহনী ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। ফতুল্লাহ স্টেডিয়ামে মোহামেডান খেলবে ব্রাদার্সের বিপক্ষে। আর বিকেএসপিতে হবে ওল্ডডিওএইচএস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলা।

লিগে নয় রাউন্ডের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভিক্টোরিয়া। সমান খেলায় ওল্ডডিওএইচএস ১৬ পয়েন্ট পেলেও হেড-টু-হেডে এগিয়ে ভিক্টোরিয়া। ১২ পয়েণ্ট করে তুলেছে গাজী ট্যাঙ্ক, আবাহনী, মোহামেডান ও শেখ জামাল। প্রাইম দোলেশ্বরের আট পয়েন্ট, ক্রিকেট কোচিং স্কুল ও ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ ছয় পয়েন্ট করে। এছাড়া বাংলাদেশ বিমান ক্রিকেট দলের চার ও কলাবাগানের দুই পয়েন্ট আছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।