ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

এবারও অবিক্রিত তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২
এবারও অবিক্রিত তামিম

বেঙ্গালুরু: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র পঞ্চম মৌসুমের ‘ক্রিকেটার বিক্রির হাটে’ (নিলাম) চড়া মূল্যে বিক্রি হয়েছেন ক্রিকেটাররা। তাতে কি, ডলারের বাজারেও কেউ কিনতে আগ্রহ দেখাননি বাংলাদেশের তামিম ইকবালকে।

নিলামে তামিমের দাম ৫০ হাজার ডলার হলেও শেষপর্যন্ত কোন ক্লাবই নেয়নি বাঁহাতি এই খেলোয়াড়কে।

নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে নিজেদের করে নিয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। কালামের বেইজ প্রাইস চার লাখ ডলার হলেও তাকে পেতে নয় লাখ ডলার খরচ করেছে সাকিব আল হাসানের দল।

সবেচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন রবীন্দ্র জাদেজা। তাকে পেতে রীতিমতো প্রতিযোগিতায় নামে চেন্নাই সুপার কিংস ও ডেকান চার্জার্স। শেষপর্যন্ত ডেকানকে টপকে ২ লাখ মিলিয়ন ডলার খরচ করে জাদেজাকে কিনে নেয় চেন্নাই।

জাদেজার পর দ্বিতীয় সর্বোচ্চ দামে মাহেলা জয়াবর্ধনেকে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। এজন্য তারা খরচ করেছে ১ মিলিয়ন ৪ লাখ ডলার। এছাড়া বিনয় কুমারকে ১ মিলিয়ন ডলারে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

২ লাখ ২০ হাজার ডলারে মুত্তিয়া মুরালিধরনকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হার্শেল গিবসকে ৫০ হাজার ডলারে মুম্বাই ইন্ডিয়ান্স, ৪ লাখ ৭৫ হাজার ডলারে রাজস্থান রয়্যালস অস্ট্রেলিয়ার ব্রাড হজকে, ৬ লাখ ৫০ হাজার ডলারে পার্থিব প্যাটেলকে ডেকান চার্জার্স, ৫০ হাজার ডলারে রাজস্থান রয়্যালস দিনেশ চান্দিমালকে, ৪ লাখ ৫০ হাজার ডলারে আন্দ্রে রাসেলকে ডেয়ারডেভিলস, মিশেল জনসনকে (৩ লাখ ডলার) ও আর পি সিংকে (৬ লাখ ডলার) কিনে নেয় মুম্বাই।

নিলামে অবিক্রিত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জেমস অ্যান্ডারসন (৩ লাখ ডলার), তামিম ইকবাল (৫০ হাজার ডলার), আদ্রিয়ান বারাথ (৫০ হাজার ডলার), রামনরেশ সারওয়ান (১ লাখ ডলার), ইয়ান বেল (২ লাখ ডলার), উপুল থারাঙ্গা (৫০ হাজার ডলার), ভিভিএস লক্ষ্মণ (৪ লাখ ডলার), ম্যাট প্রায়র (২ লাখ ডলার), ব্রেন্ডন টেলর (১ লাখ ডলার), মার্ক বাউচার (১ লাখ ডলার), স্টিভেন স্মিথ (২ লাখ ডলার) ও রবি বোপারা (১ লাখ ডলার)।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।