ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বিসিবি সভাপতি যাবেন পাকিস্তানে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাকিস্তানে পর্যবেক্ষক দল পাঠাতে আরও দেরি হবে। মধ্য ফেব্রুয়ারিতে যাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মার্চের প্রথম সপ্তায় হতে পারে।



পাকিস্তানে আর কেউ না গেলেও বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল ঠিকই যাবেন। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান,‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে দুইজন, স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে তিনজন এবং বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান (অব:) কর্নেল মিসবাউদ্দিন সের্নিয়াবাত, দুই জন পরিচালক এবং বিসিবি সভাপতি থাকতে পারেন পর্যবেক্ষক বহরে। ’

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।