ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

জকোভিচকে ছাড়াই সুইডেনের মুখোমুখি সার্বিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২
জকোভিচকে ছাড়াই সুইডেনের মুখোমুখি সার্বিয়া

বেলগ্রেড: ডেভিস কাপ টেনিসে সুইডেনের বিপক্ষে সার্বিয়ার হয়ে খেলবেন না র‌্যাঙ্কিংসেরা ও অস্ট্রেলিয়ান ওপেনজয়ী নোভাক জকোভিচ।

সার্বিয়া অধিনায়ক বোগদান অব্রাদোভিচ জানিয়েছেন, অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে স্পেনের রাফায়েল নাদালের বিপক্ষে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আমাদের শীর্ষ তারকাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি।



অব্রাদোভিচ এসোসিয়েটেড প্রেসকে বলেন,‘আমরা জকোভিচকে বিশ্রামে রাখতে চাই। যেটা তাকে র‌্যাঙ্কিং শীর্ষে থাকতে ও লন্ডন অলিম্পিক গেমসে স্বর্ণ জিততে সাহায্য করবে। ’

তিনি আরও বলেন,‘সুইডেনের বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখার সিদ্ধান্তে জকোভিচকে রাজি করানো সহজ ছিলোনা। এটা ভেবে দেখতে বলি যে, তাকে ছাড়াও আমরা সুইডেনের বিপক্ষে জয় পেতে পারি। ’

অব্রাদোভিচ জানান সার্বিয়ার নিস শহরে অনুষ্ঠেয় ১০-১২ ফেব্রুয়ারির ম্যাচে সুইডেনের বিপক্ষে সার্বিয়াকে নেতৃত্ব দেবেন নবম র‌্যাঙ্কিংধারী জানকো টিপসারেভিচ ও ভিক্টর ট্রয়ক্কি।

গত মৌসুমে অ্যাওয়ে ম্যাচে সুইডেনের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছিলো সার্বিয়া।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।