ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রিমিয়ার লিগ ফুটবল

জয় দিয়ে শুরু বিজেএমসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
জয় দিয়ে শুরু বিজেএমসির

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় দিয়ে অভিযান শুরু করেছে টিম বিজেএমসি। বুধবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালকে।



বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুটা ভালোই করে শেখ জামাল। ছয় মিনিটে বিজেএমসির জালে বল পাঠান কেস্টার। ফেমির ফ্রি কিক থেকে হেডে গোলরক্ষকে পরাস্ত করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড।

গোলের তিক্ত স্বাদ নিয়েই দমে যায়নি প্রায় তিন দশক পর ফুটবলে ফেরা বিজেএমসি। কারণ ২৮ মিনিটেই নীরব হয়ে যায় শেখ জামালের দর্শক গ্যালারি। দলকে সমতায় ফেরান ক্যামেরুন ফরোয়ার্ড জেমস জুলেস ইকাঙ্গার।

বিরতির পর খুঁজেই পাওয়া যায়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বিজেএমসির মিডফিল্ডার খোকন দাস। এর আগে ৪১ ও ৫১ মিনিটে দুটি সুযোগ নষ্ট করে তারা। প্রতিপক্ষ সুযোগ হাতছাড়া করলেও পাল্টা আক্রমণ থেকে সাফল্য পায়নি জামাল। ৬৫ মিনিটে জামালের আক্রমণের ধার আরও কমে যায়। কারণ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাইজেরিযান ফরোয়ার্ড আসোগবা আলেন।

শেষপর্যন্ত দশজনের দল নিয়ে বিজেএমসির বিপক্ষে পেরে উঠেনি জামাল। ৭৫ মিনিটে জামালের জালে শেষ বারের মতো বল পাঠায় বিজেএমসি। গোল করেন বাঙ্গুরা।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।