ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ধবলধোলাই হতে পারে ইংল্যান্ড: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
ধবলধোলাই হতে পারে ইংল্যান্ড: আফ্রিদি

করাচি: তিন টেস্টের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে পাকিস্তান। শেষে টেস্টে জিতে ইংল্যান্ডকে ধবলধোলাই করবে বলে প্রত্যাশা অলরাউন্ডার শহীদ আফ্রিদির।



পাকিস্তানের সাবেক নির্বাচক সালাউদ্দিন আহমেদ’র জীবনী গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে আফ্রিদি বলেন,‘আমি মনে করি, তৃতীয় টেস্টেও সাফল্য পাবে পাকিস্তান। তাঁরা ধবলধোলাই করতে পারবে ইংল্যান্ডকে। ’

‘৩-০ ব্যবধানে সিরিজ জয়ের সুবণর্ সুযোগ পেয়েছে পাকিস্তান। আর ধারাবাহিক জয় ও সাফল্যের জন্য ক্ষুধার্ত বতর্মান দলের সদস্যরা। এগুলো হচ্ছে কোন দলের সেরা হওয়ার লক্ষণ,’-বলেন আফ্রিদি।

ক্রিকেটারদের প্রশংসা করে ডানহাতি এই স্পিনার বলেন,‘আরেকটি ভালো জিনিজ হলো দলের প্রত্যেক খেলোয়াড় নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন। প্রত্যেকেই অবদান রাখছে এবং একে অন্যকে সহায়তা করছে। ’ শুক্রবার সিরিজের শেষ ও তৃতীয় টেস্ট হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।