ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

নেইমারের মতো কেউ নেই ব্রাজিলে: পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
নেইমারের মতো কেউ নেই ব্রাজিলে: পেলে

সাও পাওলো: নেইমারের প্রশংসায় পঞ্চমুখ জীবন্ত কিংবদন্তী পেলে। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে সম্প্রতি সান্তোস ক্লাব তাদের জাদুঘরে যুক্ত করেছে ‘নেইমার সেকশন’।

ক্লাবের এমন উদ্যোগে দারুণ খুশি ফুটবলের ‘কালো মানিক’।

২০১১ সালে সেরা গোল করায় ‘ফেরেঙ্ক পুস্কাস’ পুরস্কার জেতেন নেইমার। তাই সান্তোস নিজেদের জাদুঘরে জায়গা দিয়েছে নেইমারকে। পেলের মতে, ব্রাজিলের এই ক্লাবের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি বয়ে এনেছে সে। তাই এটি নেইমারের প্রাপ্যই ছিলো।

ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলে বলেন, ‘এমুহূর্তে দেশে এমন কোন খেলোয়াড় নেই। যার সঙ্গে নেইমারের তুলনা করা যায়। আমরা ভাগ্যবান, সান্তোসেই বেড়ে উঠছে সে। ’

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।