ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ম্যানসিটির নাগাল পেয়েছে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
ম্যানসিটির নাগাল পেয়েছে ম্যানইউ

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট অর্জন করেছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসরা ২-০ গোলে জিতলেও হেরেছে রবার্তো মানচিনি’র দল।



এভারটনের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন পক্ষ। বিরতির পর এগিয়ে যায় স্বাগতিকরা। ৬০ মিনিটে জালে বল জড়ান ম্যানসিটি ছেড়ে এভারটনে যোগ দেওয়া মিডফিল্ডার ড্যারোন গিবসন। গোল শোধে মরিয়া সফরকারীরা শেষপর্যন্ত সাফল্যের মুখ দেখেনি। তাই পয়েন্ট খুইয়েই মাঠ ছাড়ে তারা।

এদিকে ওল্ড ট্রাফোর্ডে উৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে সিটির সমান পয়েন্ট হয়েছে তাদেরও।

৩৮ মিনিটে পেনাল্টি পায় রেড ডেভিলসরা। স্পট কিক থেকে গোল করেন হাভিয়ের হার্নান্দেজ। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন দিমিয়েতার বার্বাতোভ। শেষপর্যন্ত গোলের ব্যবধানে কোন হেরফের হয়নি।

এছাড়া লিভারপুল ৩-০ গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে এবং টটেনহাম হটস্পার ৩-১ ব্যবধানে হারিয়েছে উইগান অ্যাথলেটিককে। তবে হোঁচট খেয়েছে চেলসি। তারা ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে সোয়ানসি সিটির সঙ্গে।

৫৪ পয়েন্ট নিয়ে সবার আগে ম্যানসিটি। সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad