ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রিমিয়ার লিগ ফুটবল

উদ্বোধনী ম্যাচ শেখ জামাল-বিজেএমসির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২
উদ্বোধনী ম্যাচ শেখ জামাল-বিজেএমসির

ঢাকা: পেশাদার লিগের পঞ্চম আসর গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র উদ্বোধনী দিনেই মুখোমুখি হচ্ছে বড় দুই প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বিজেএমসি। বিজেএমসি নবাগত হলেও শেখ জামালের বয়স একবছর।

তারপরেও তারা বড় দলের মর্যাদা পাচ্ছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনাল খেলায়।

শেখ জামাল লিগ এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। আর তিন দশক পর ফুটবলে প্রত্যাবর্তন করা বিজেএমসি প্রথম বারের মতো ফেডারেশন কাপের রানার্সআপ। এই দুই প্রতিপক্ষ লিগের সূচনা করবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায়।  

প্রতিযোগিতার প্রথম ম্যাচেই জমজমাট লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন ফুটবল অনুরাগীরা। গ্রামীণফোন ফেডারেশন কাপের ফাইনালে ৩-১ গোলে হারের মধুর প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ বিজেএমসির সামনে। শেখ জামাল তো চেষ্টা করবেই মর্যাদা ধরে রাখার। অতএব খেলাটা প্রতিদ্বন্দ্বিতা আশা করা যায়।

বিজেএমসির কোচ জাকারিয়া বাবু বলেন, ‘টুর্নামেন্ট আর লিগ এক জিনিস নয়। তাই এ ম্যাচটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবে নেওয়ার কোন কারণ দেখছি না। এখানে একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই প্রথম ম্যাচ থেকেই দেখে শুনে খেলতে হবে আমাদের। ’

জাকারিয়া বাবুর প্রত্যাশা মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপে ভালো খেলেছে ছেলেরা। তাই এখান থেকেই লিগের শুরুটা করতে চান তিনি। বলেন,‘চ্যাম্পিয়ন হবই এটা বলব না। তবে লিগে এক থেকে তিনের মধ্যে আমার দল থাকতে পারলেই খুশি। ’

অন্যদিকে শেখ জামালের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘বিজেএমসি ভালো দল। তাদের বিপক্ষে ফেডারেশন কাপের ফাইনালে আমরা জয় পেয়েছি। তাই খেলোয়াড়রা বেশ উজ্জীবিত রয়েছে। এটাই  কাজে লাগবে ম্যাচে। শুরুটা জয় দিয়েই করতে চাচ্ছি। ’

সাইফুল বারী জানান, টুর্নামেন্টে চার-পাঁচ ম্যাচ জিততে পারলেই শিরোপা জেতা সম্ভব। কিন্তু লিগে অনেকগুলো ম্যাচ খেলতে হয়। তাই লিগের চ্যালেঞ্জটা আমাদের জন্য কঠিনই। আবাহনী, মুক্তিযোদ্ধার মতো দলগুলোতে বিকল্প অনেক ফুটবলার রয়েছে। আমাদেরও রয়েছে, তবে তেমন হাই-প্রোফাইলের নয়। লিগে চোট সমস্যা থাকতে পারে। থাকতে পারে কার্ড সমস্যাও; এখানেই আমাদের সমস্যাটা বেশি হবে। এমনিতে তো চ্যাম্পিয়ন দল, তারওপর ফেডারেশন কাপের শিরোপা; তাই প্রত্যাশার চাপটাও বেশি থাকবে আমাদের উপর। ’

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad