ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রিয়াজ মোর্শেদ।

এছাড়া দিদার হোসেন, মোবারক হোসেন ও মহসিন যুগ্মভাবে রানার্সআপ হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক মো: দিদার-উল-আলম, কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ আবাসিক শিক্ষক ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন হলের শতাধিক ছাত্র।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।