ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২
অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত ধোনি

সিডনি: বিশ্বকাপের পর বিদেশের মাটিতে সাফল্যের মুখ দেখেনি ভারত। টেস্টে একের পর এক হারে সমালোচনায় বিদ্ধ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘নির্বাচকরা যদি আমার পরিবর্তন চান তবে স্বেচ্ছায় সরে যাবো আমি।



দেশের বাইরে ধোনির নেত্বতে সাতটি টেস্ট ম্যাচের একটিও জয় পায়নি ভারত। নিষেধাজ্ঞা থাকায় এক ম্যাচে খেলতে পারেননি তিনি। ওই ম্যাচেও হেরেছে ভারত। মোট আট টেস্টের চারটিতে ইনিংস ও বাকিগুলো বিশাল রানের ব্যবধানে পরাজিত হয়েছে ভারত।

সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের আগে ধোনি বলেন,‘বাড়তি দায়িত্ব হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়াকে দারুণ উপভোগ করেছি। যদি নির্বাচকরা অধিনায়কত্বে পরিতর্বন আনার প্রয়োজন অনুভব করেন তবে খুশি মনেই সরে যাবো আমি। ’

অস্ট্রেলিয়ার মাটিতে দলের মতো ব্যর্থ হয়েছেন ধোনি। শেষ তিন টেস্টে ১০২ রান করেছেন। গড় ২০.৪০। তার এমন পারফর্মের সমালোচনা করেছেন ভারতের সাবেক দুই অধিনায়ক কপিল দেব ও সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলি বলেন,‘টেস্টে অধিনায়কত্ব ধরে রাখতে হলে রানে ফিরতে হবে ধোনিকে। ’

ধোনির নেতৃত্বে ৩৭ টেস্টে রেকর্ড ১৭টি জয়, ১০টি হার ও বাকিগুলোতে ড্র করেছে ভারত।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।